প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষমাত্রাঃ
প্রকল্পের মূল উদ্দেশ্য হলো মেঘনা নদীর ভাঙন হতে চাদঁপুর সেচ প্রকল্প (সিআইপি) সহ হরিণা ফেরীঘাট এলাকা, চরভৈরবী এলাকা ও অন্যান্য সরকারী বেসরকারী স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান প্রভৃতি স্থাপনা রক্ষা করা। প্রস্তাবিত প্রকল্পে মূল কাজ (ক) ১৯২২.৫৮ মিটার নদীর তীর সংরক্ষণ (এন্ড টার্মিনেশনসহ) (খ) ৬১.২৫ লক্ষ ড্রেজিং কাজ অন্তর্ভৃক্ত ছিল। প্রকল্পটি বাস্তাবয়ন হলে উল্লেখিত লক্ষ্য অর্জন সাধিত হবে
১ নদীর তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের ফলে অনুমানিক মূল্য ৯৯২১০.০০ লক্ষ টাকার সরকারী ও বেসরকারী সম্পত্তি নদী ভাঙ্গন থেকে রক্ষা পাবে;
২ নদী ভাঙ্গনের কবল হতে সরাসরি ১৫০০ হেক্টর জমি রক্ষা এবং ২ লক্ষ ২৫ হাজার জনগন উপকৃত হবে।
৩ প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের মাধ্যমে চাঁদপুর সেচ প্রকল্পে’র মূল বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ব্রীচ হওয়া থেকে রক্ষা পাবে, ফলে প্রকল্প এলাকায় বন্যা প্রকপ হ্রাস পাবে।
৪ চাঁদপুর সেচ প্রকল্পে’র চলমান থাকার ফলে ৪৩.৪৩৩ মেট্রিকটন খাদ্যশস্য (আনুমানিক মূল্য ৮০.২১ কোটি) উৎপাদন অব্যাহত থাকবে। মূল বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙ্গনের হাত থেকে রক্ষা;
৫ ড্রেজিং এর মাধ্যমে মেঘনা নদীর বাম চ্যানেলে নৌ চলাচল উন্নয়ন সাধন করা।।
প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষমাত্রাঃ
প্রকল্পের মূল উদ্দেশ্য হলো মেঘনা নদীর ভাঙন হতে চাদঁপুর সেচ প্রকল্প (সিআইপি) সহ হরিণা ফেরীঘাট এলাকা, চরভৈরবী এলাকা ও অন্যান্য সরকারী বেসরকারী স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান প্রভৃতি স্থাপনা রক্ষা করা। প্রস্তাবিত প্রকল্পে মূল কাজ (ক) ১৯২২.৫৮ মিটার নদীর তীর সংরক্ষণ (এন্ড টার্মিনেশনসহ) (খ) ৬১.২৫ লক্ষ ড্রেজিং কাজ অন্তর্ভৃক্ত ছিল। প্রকল্পটি বাস্তাবয়ন হলে উল্লেখিত লক্ষ্য অর্জন সাধিত হবে
১ নদীর তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের ফলে অনুমানিক মূল্য ৯৯২১০.০০ লক্ষ টাকার সরকারী ও বেসরকারী সম্পত্তি নদী ভাঙ্গন থেকে রক্ষা পাবে;
২ নদী ভাঙ্গনের কবল হতে সরাসরি ১৫০০ হেক্টর জমি রক্ষা এবং ২ লক্ষ ২৫ হাজার জনগন উপকৃত হবে।
৩ প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের মাধ্যমে চাঁদপুর সেচ প্রকল্পে’র মূল বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ব্রীচ হওয়া থেকে রক্ষা পাবে, ফলে প্রকল্প এলাকায় বন্যা প্রকপ হ্রাস পাবে।
৪ চাঁদপুর সেচ প্রকল্পে’র চলমান থাকার ফলে ৪৩.৪৩৩ মেট্রিকটন খাদ্যশস্য (আনুমানিক মূল্য ৮০.২১ কোটি) উৎপাদন অব্যাহত থাকবে। মূল বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙ্গনের হাত থেকে রক্ষা;
৫ ড্রেজিং এর মাধ্যমে মেঘনা নদীর বাম চ্যানেলে নৌ চলাচল উন্নয়ন সাধন করা।।
১) চাঁদপুর উপজেলাধীন হরিণা ফেরীঘাট ও হাইমচর উপজেলাধীন চরভৈরবী কাটাখাল এলাকা মেঘনা নদীর তীর সংরক্ষন কাজ(১৭৯০মিঃ)
২) দুইটি এন্ড টার্মিনেশন (১৩২.৫৮ মিঃ)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস