Wellcome to National Portal
Main Comtent Skiped

জেলা পর্যায়ের প্রকল্প

“মেঘনা নদীর ভাঙ্গন হতে চাঁদপুর সেচ প্রকল্প রক্ষাকল্পে পুরান বাজার সংলগ্ন ইব্রাহীমপুর-সাখুয়া এলাকা নদীর তীর সংরক্ষণ প্রকল্প”

১। প্রকল্পের নাম              ঃ মেঘনা নদীর ভাঙ্গন হতে চাঁদপুর সেচ প্রকল্প রক্ষাকল্পে পুরান বাজার সংলগ্ন ইব্রাহীমপুর-সাখুয়া এলাকা নদীর তীর সংরক্ষণ প্রকল্প।

২। উদ্দেশ্য                       ঃ চাঁদপুর শহরে পুরান বাজার সংলগ্ন ইব্রাহীমপুর-সাখুয়া এলাকা এবং গুরুত্বপূর্ণ  বাণিজ্য কেন্দ্র ও সরকারী বেসরকারী সম্পদ,কৃষি জমি, জনপদ ইত্যাদি এবং চাঁদপুর সেচ প্রকল্পের উত্তর-পশ্চিমাঞ্চল বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেঘনা নদীর ভাঙ্গন হতে রক্ষা করা।

৩। প্রকল্পের ধরণ              ঃ নদীর তীর সংরক্ষণ কাজ।

৪। অবস্থান                        ঃ চাঁদপুর/ চাঁদপুর সদর।

৫। প্রকল্প এলাকা              ঃ ৫৬৭৬.২৬ মিটার।

৬। বাস্তবায়ন কাল              ঃ ২০১০ সাল হতে ২০১৫ সাল।

৭। বাস্তবায়ন ব্যয়              ঃ ১৬৬০১.০০ লক্ষ টাকা।

৮। বাস্তবায়নকারী সংস্থা      ঃ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

৯। মন্ত্রণালয়                   ঃ পানি সম্পদ মন্ত্রণালয়।

 

মেঘনা নদীর ভাঙ্গন হতে চাঁদপুর সেচ প্রকল্প রক্ষাকল্পে ইব্রাহীমপুর-সাখুয়া প্রকল্প বাস্তবায়নোত্তর সুফল ঃ

ক। পুরান বাজার সংলগ্ন ইব্রাহীমপুর ও সাখুয়া এলাকার বাণিজ্য কেন্দ্র, সরকারী বেসরকারী সম্পদ, কৃষি জমি, জনপদ, মসজিদ মন্দির, স্কুল, মাদ্রাসা, রাস্তা-ঘাট, বাজার ইত্যাদি মেঘনা নদীর ভাঙ্গন হতে রক্ষা করা হয়েছে। প্রায় ১২২০ কোটি টাকার স্থায়ী ও অস্থায়ী সম্পদ নদী ভাঙ্গন হাত থেকে রক্ষা পেয়েছে।

খ। চাঁদপুর সেচ প্রকল্পের উত্তর-পশ্চিমাঞ্চল বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেঘনা নদীর ভাঙ্গন হতে রক্ষা করা হয়েছে।

গ। ভাঙ্গনমুক্ত জনপদসমূহে আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে।

ঘ। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে ।