চাঁদপুর সেচ প্রকল্প বাস্তবায়নের ফলে চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ৬টি উপজেলার আবাদযোগ্য জমিতে সেচ, বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থাদির মাধ্যমে আধুনিক পদ্ধতিতে কৃষি উৎপাদন বৃদ্ধি করা হয়েছে। ৫৩,০০০ হেক্টর এলাকা বন্যামুক্ত ও জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করে ২৮,৫০০ হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করা হয়েছে। প্রকল্প এলাকার জলাধারে নির্দিষ্ট মাত্রায় পানি রাখার ফলে নদী ও খালে সারা বছর ব্যাপী নৌ-চলাচলকরে থাকে।
চাঁদপুর শহর রক্ষা প্রকল্পটি বাস্তবায়নের ফলে চাঁদপুর শহরের জনপদ, শিল্প ও সরকারি/বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করা হয়েছে। উক্ত প্রকল্পটি বাস্তবায়নের ফলে আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নদী বাহিত পলি ডি-সিল্টেশনের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষাসহ চাঁদপুর সেচ প্রকল্পটি রক্ষা করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের ফলে শহরটি রক্ষা করা সম্ভব হয়েছে বিধায় ব্যবসা-বাণিজ্যসহ সব রকমের সরকারি/বেসরকারি কার্যক্রমসহ দারিদ্র বিমোচনে সহায়তা করা সম্ভব হয়েছে। বিআইডব্লিউটিএ-এর টার্মিনাল এবং রেলওয়ে স্টেশনসহ রক্ষা করে সারাদেশের সাথে চাঁদপুরের যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে সহায়তা করছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS